Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
২০২৩-২০২৪ আর্থিক সালে এপিএ চুক্তি ১৮/০৬/২০২৩ খ্রিঃ তারিখে জেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত হয়েছে।
বিস্তারিত

২০২৩-২০২৪ আর্থিক সালে উপজেলা মৎস্য অফিস, তিতাস, কুমিল্লা-এ ১০টি বিষয়ে টার্গেট রয়েছে। যেমনঃ- ১। জলাশয়ে অবমুক্তকৃত পোনার পরিমাণ-০.৩৩, ২। আয়োজিত র‌্যালি/মেলা-০১টি, ৩। মৎস্যজীবী/সুফলভোগীদের উদ্বুদ্ধকরণ সভা-০১টি, ৪। রক্ষণাবেক্ষণকৃত মৎস্য অভয়াশ্রম-০১টি, ৫। মৎস্য সম্পদ উন্নয়নে আইন বাস্তবায়ন-৬টি, ৬। আয়োজিত মাঠ দিবস/মত বিনিময় সভা/সচেতনতামূলক সভা/পরামর্শ দিবস-০২টি, ৭।মৎস্যখাদ্য ও মৎস্যখাদ্য উপকরণ সংক্রান্ত লাইসেন্স প্রদান/নবায়ন-০২টি, ৮। পরীক্ষিত মৎস্য খাদ্য নমুন-০২টি, ৯। মৎস্যচাষ ব্যবস্থাপনা উন্নয়নে পরিদর্শন ও পরামর্শ প্রদান-৮৫ জন ও ১০। মৎস্যচাষি, মৎস্যজীবীসহ অন্যান্য সুফলভোগীদের প্রশিক্ষণ প্রদান-৪০ জন।

ছবি
প্রকাশের তারিখ
26/06/2023
আর্কাইভ তারিখ
30/06/2024